Latest News

অঙ্কুর থেকে মহীরুহ হয়ে ওঠার গল্পে ইতিহাস ‘সাক্ষী’
  • Windows Productions
  • August 18th, 2016

অঙ্কুর থেকে মহীরুহ হয়ে ওঠার গল্পে ইতিহাস ‘সাক্ষী’

১৯৯২ –এর ৩ রা সেপ্টেম্বর হরিয়ানার রোহ্‌তক জেলার একটি গ্রামে সোনার মেয়ে, অলিম্পিক ব্রোঞ্জজয়ী সাক্ষী মালিক-এর জন্ম হয়। কন্যাভ্রুণ হত্যায় প্রথম সারির হরিয়ানায়, ‘আখড়া’ তে কুস্তি অনুশীলনের জন্য বহু সামাজিক প্রতিকূলতার সম্মুখীন হতে হয় সাক্ষী এবং তার কোচ ঈশ্বর দহিয়াকে। কিন্তু সাক্ষীর নাছোড়বান্দা জেদ আর অক্লান্ত পরিশ্রমে ২০১৪ –র কমন্‌ওয়েলথ গেমে সে রূপো জিতে নেয়, ২০১৫ –র এশিয়ান চ্যাম্পিয়নশিপে জিতে নেয় ব্রোঞ্জ, অবশেষে ২০১৬-র রিও অলিম্পিকে ভারতের জন্যে প্রথম পদকটি ঘরে আনলো সাক্ষী। ৫৮ কেজির কুস্তিতে ভারতের প্রতিনিধি হিসেবে জিতে নিল ব্রোঞ্জ। মেয়েদের অযোগ্য খেলা হিসেবে যে কুস্তি থেকে বঞ্চিত করতে চাওয়া হয়েছিল তাকে, সেই কুস্তিতেই অলিম্পিকে প্রথম মহিলা পদকজয়ীর সম্মান জিতে নিয়ে, যোগ্য জবাব দিল সাক্ষী মালিক। তার এই জয়কে কুর্নিশ জানাই।

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of