Latest News

‘ইস্ট্রোজেন’ –এর পর অনুপম রায়ের নতুন গান কি আসতে চলেছে ?
  • Windows Productions
  • February 11th, 2017

‘ইস্ট্রোজেন’ –এর পর অনুপম রায়ের নতুন গান কি আসতে চলেছে ?

‘ইচ্ছে’ থেকে ‘প্রাক্তন’ ধারাবাহিক ভাবে, দর্শকমনে বাঙালীয়ানার স্বাদ জুগিয়ে আসছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘উইনডোজ’। এবার ‘উইনডোজ’ লঞ্চ করলো তার নতুন মিউজিক লেবেল ‘উইনডোজ মিউজিক’, সঙ্গে নিয়ে অনুপম রায়ের নতুন অ্যালবাম ‘এবার মরলে গাছ হবো’। ‘উইনডোজ মিউজিক’-এর যাত্রা শুরু হল অনুপম রায়ের এই একক অ্যালবাম দিয়েই। অ্যালবামটিতে রয়েছে মোট ছ’টি গান – ‘এবার মরলে গাছ হবো’, ‘ইস্ট্রোজেন’, ‘আমার শহর’, ‘রক অ্যান্ড রোল’, ‘ব্যথা লাগে’ এবং ‘চৈত্রের কাফন’। এর মধ্যে প্রথম চারটি গানের কথা, সুর ও কন্ঠ অনুপমের নিজের। বাকি অনুপম রায়ের গাওয়া ‘ব্যথা লাগে’ গানটির কথা লিখেছেন তিলোত্তমা মজুমদার এবং সেটিতে সুর দিয়েছেন উপল সেনগুপ্ত। অ্যালবামটিতে রয়েছে আরও একটি চমক। কিংবদন্তী বাংলা ব্যান্ড ‘মহীনের ঘোড়াগুলি’ –র ‘চৈত্রের কাফন’ গানটি রয়েছে অনুপম রায়ের কন্ঠে। এরই মধ্যে অ্যালবাম থেকে রিলিজ হয়ে গেছে ভিন্ন স্বাদের দুটো গান। অ্যালবামের টাইটেল ট্র্যাক ‘এবার মরলে গাছ হবো’ আর ভ্যালেনটাইন্স ডে’র আগে ফেব্রুয়ারির এই প্রেম প্রেম আবহাওয়ায় একটু উষ্ণতা ছড়ানো প্রেমের গান ‘ইস্ট্রোজেন’। আগামী ১৪ ই ফেব্রুয়ারী, ভ্যালেন্টাইন্স ডে’র দিন অনুপম রায় এবং তার টিম লাইভ থাকছে রাজারহাট, সিটি সেন্টার টু তে সঙ্গে নিয়ে তাদের নতুন অ্যালবাম ‘এবার মরলে গাছ হবো’।

‘এবার মরলে গাছ হবো’ এবং ‘ইস্ট্রোজেন’ শোনার জন্য click করুন নিছের link এ।

এবার মরলে গাছ হবো
https://www.youtube.com/watch?v=vrlyDzkOJdA&t=11s
ইস্ট্রোজেন
https://www.youtube.com/watch?v=bUgi_J2t18g

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of