Latest News

৫ বছরের ‘ইচ্ছে’
  • Windows Productions
  • July 24th, 2016

৫ বছরের ‘ইচ্ছে’

সুচিত্রা ভট্টাচার্য্যের ‘ইচ্ছের গাছ’ গল্প অবলম্বনে, নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় তৈরি ‘ইচ্ছে’ চলচ্চিত্রটির পাঁচ বছর পূর্ণ হল।
‘ইচ্ছে’ হল নিজের অপূর্ণ স্বপ্ন ছেলের মধ্যে দিয়ে পূরণ করতে চাওয়া এক মা ও মায়ের এই ইচ্ছেপূরণের চাপে দমবন্ধ হয়ে, মায়ের বিরুদ্ধেই রুখে দাঁড়ানো এক ছেলের গল্প। চলচ্চিত্রটির আনাচ কানাচ ছুঁয়ে আছে বাস্তবের মাটি। ছাপোষা সরকারী কেরানি, নিরুদ্যম স্বামীর থেকে মুখ ফিরিয়ে মমতার স্বপ্ন যাপন বেড়ে উঠেছে একমাত্র ছেলে শৌমিককে ঘিরে। আর মায়ের চাপিয়ে দেওয়া ইচ্ছেপূরণে, শৌমিককে হারাতে হয়েছে তার কৈশোরের প্রেম, স্বাধীনভাবে বেড়ে ওঠার অধিকার। ‘ইচ্ছে’-র গল্প আমাদের সমাজ, মা-ছেলে সম্পর্ক, সম্পর্কের মধ্যেকার দ্বন্দ্ব, আর আমার-আপনার চারপাশে ঘটে যাওয়া সত্যি ঘটনার কথাই তো বলে। কি মনে হয় আপনাদের?

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of