Latest News

- Windows Productions
- February 17th, 2017
‘উইনডোজ’-এর ২০১৭ প্ল্যান কি?
“প্রথমে গরম গরম ‘পোস্ত’ ভাত, শেষপাতের মিষ্টিমুখে ‘রসগোল্লা’, আর তারপর বিকেলের জমাটি আড্ডায়, চায়ের সাথে ‘প্রজাপতি বিস্কুট’ এটাই আমাদের ২০১৭ –র প্ল্যান” – ঠিক এমনটাই বললেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ‘ইচ্ছে’ থেকে ‘প্রাক্তন’ চলচ্চিত্রে দর্শকদের মনে বাঙালীয়ানার স্বাদ জুগিয়ে আসছেন পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ১০ ই ফেব্রুয়ারি, ‘ক্যালকাটা সাউথ ক্লাব’ –এর প্রেসমিটেও এর ব্যতিক্রম হল না। ‘ক্যাপ্টেন কুল’ নন্দিতা রায় এইদিন সাজানো থালার পর্দা সরিয়ে সামনে আনলেন, খাদ্যরসিক বাঙালির অসম্ভব প্রিয় তিনটি পদ- পোস্তর বড়া, রসগোল্লা আর প্রজাপতি বিস্কুট। এই রহস্য উন্মোচন করলেন নন্দিতা রায় নিজেই। ‘পোস্ত’, ‘প্রজাপতি বিস্কুট’, আর ‘রসগোল্লা’ হল তিনটি বাংলা ছবির নাম। যেগুলি নিয়ে আসছে পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রোডাকশান হাউস ‘উইনডোজ’। ‘প্রাক্তন’ এর পর নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত পরবর্তী সিনেমা ‘পোস্ত’ মুক্তি পেতে চলেছে এই বছর গরমের ছুটিতে। চমকটা ঠিক এর পরই, ‘ওপেন টি বায়োস্কোপ’ –এর পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়ের পরবর্তী ছবি ‘প্রজাপতি বিস্কুট’ এবং ‘বাবার নাম গান্ধিজী’ –এর পর পাভেলের ছবি ‘রসগোল্লা’ –র প্রযোজনা করতে চলেছে ‘উইনডোজ’। ২০১৭ –য় ‘উইনডোজ’ –এর ১৫ বছর পূর্ণ হল। আর এই বছরেই প্রথমবার অন্য পরিচালকদের ছবি ‘প্রযোজনা’ করছে ‘উইনডোজ’। পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায় নিজের ছবি সম্পর্কে বলেন- “প্রজাপতি বিস্কুট’ হল এখনকার দুই ছেলে-মেয়ের দাম্পত্য জীবনের গল্প। বিয়ের পরে নতুন করে প্রেমে পড়ার গল্প।” তিনি আরও বলেন- “বিয়ের পরে আমিও নতুন করে প্রেমে পড়েছি, ‘উইনডোজ’ পরিবারের।” অন্যদিকে ‘রসগোল্লা’ সিনেমাটি হল নবীন চন্দ্র দাসের রসগোল্লা তৈরির গল্প নিয়ে। পরিচালক পাভেল বলেন- “সৌরভ গাঙ্গুলীর Identity-র আগে, সত্যজিৎ রায়ের Identity-র আগে, সুভাষচন্দ্র বসুর আগে, এমনকি রবীন্দ্রনাথের উত্থানের আগেও বাঙালির একটা মুখ ছিল ‘রসগোল্লা’ –র। ‘রসগোল্লা’, একটা মিষ্টির গল্প আর একটা মিষ্টি গল্প। একটা মিষ্টি প্রেম আছে এই ছবিতে। রাজারাজরা বা জমিদার নয়, ২৩ বছরের একজন সাধারণ যুবকের ওপর পিরিওডিক ফিল্ম, বাংলা ছবিতে হয়তো প্রথমবার হতে চলেছে।” আর ‘উইনডোজ’ সম্পর্কে তিনি বলেন- “নবীন চন্দ্রের কাছে ভীমনাগ যা, বিরাট কোহলির কাছে শচীন তেন্ডুলকার যা, আমার কাছে নন্দিতা দি আর শিবুদা ঠিক তাই। ইন্সপিরেশান।” আর শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আফসোস হয় ‘রসগোল্লা’-র এই গল্প কেন তাঁদের মাথায় আগে আসেনি। আর তাই তাঁরা উঠতি পরিচালক পাভেলের এই গল্পকে অন্য কোথাও যেতে দিতে চান না। কার্যতই উইনডোজের সাথে গাঁটছড়া বেঁধেছে ‘রসগোল্লা’ আর ‘প্রজাপতি বিস্কুট’। এবছরই পুজোয় মুক্তি পাবে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের ‘প্রজাপতি বিস্কুট’, আর ডিসেম্বরে মিষ্টিমুখ হবে পাভেলের ‘রসগোল্লা’ দিয়ে। বাঙালির সাজনো পাত কতটা সুস্বাদু হয়, এখন শুধু সেটার অপেক্ষা।
Recent News
- Calcutta Times: Malayalam remake of Haami 2 in the works
- বাচ্চাদের নিয়ে কাজ করা কতটা কঠিন? ‘হামি ২’-এর সেট থেকে কলম ধরলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়
- ‘No Chaap’ song from upcoming Bengali film Haami 2 releases today
- Haami 2 Trailer: মঞ্চে প্রসেনজিৎ, নাচে, গানে জমে উঠল ‘হামি ২’-এর ট্রেলার মুক্তির অনুষ্ঠান
- Haami 2: Young singer Aruna Das’ Dadabhai song captures brotherhood, listen in
Leave a Reply