Latest News

গুটি থেকে প্রজাপতি | আনন্দ প্লাস
  • Windows Productions
  • September 16th, 2017

গুটি থেকে প্রজাপতি | আনন্দ প্লাস

পুজোয় ময়দানে তাঁদের সামনে প্রসেনজিৎ, দেব, যিশু…সম্মুখ সমরে ভয় লাগছে না? মোতিলাল নেহরু রোডে প্রযোজকের অফিসে বসে বেশ আত্মবিশ্বাসী গলায় আদিত্য বললেন, ‘‘ছবি তৈরির পিছনে অনিন্দ্যদা, শিবুদা, নন্দিতাদির মতো মাথা রয়েছে। ওঁদের ক্রিয়েটিভিটি, ব্যবসায়িক বুদ্ধি আমাদের চেয়ে অনেক বেশি। নার্ভাস হয়েও কোনও লাভ নেই। তাই আমরা অনেকটা নিশ্চিন্তে।’’

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of