Latest News

উইন্ডোজের ঘরে এলো এবার সোনার চাঁদ! | Gulgal.com
  • Windows Productions
  • March 29th, 2018

উইন্ডোজের ঘরে এলো এবার সোনার চাঁদ! | Gulgal.com

গত ২২’শে মার্চ পি সি চন্দ্র গার্ডেন্সে অনুষ্ঠিত হল এক অনুষ্ঠান, যেখানে ইন্ডাস্ট্রির বিভিন্ন কলাকুশলীদের উপস্থিতিতে পি.সি.চন্দ্র জুয়েলার্সের ম্যানেজিং ডিরেক্টর মি.প্রশান্ত চন্দ্র এবং নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখার্জী পরিচালকদ্বয় সহ সহ-পরিচালক অতনু রায়চৌধুরীর উপস্থিতিতে জানানো হয় তাদের এই চুক্তির কথা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চূর্ণী গাঙ্গুলি, জয়া এহসান, কনিনীকা বন্দ‍্যোনপাধ্যায়, পাওলি দাম, দেবলীনা কুমার, দেবলীনা দত্ত, ব্রত ব্যানার্জী, তিয়াসা পাল, রজতাভ দত্ত, উজান গাঙ্গুলি, অবন্তিকা, মিউজিক ডিরেক্টর অনুপম রায় ও পরিচালক পাভেল ছাড়াও আরো অনেকে।

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of